বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৫ জানুয়ারী ২০২৫ ২০ : ১৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেরা ফিল্ম বিভাগে সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটি দেবালয় ভট্টাচার্য পরিচালিত বাদামি হায়নার কবলে, শমীক রায়চৌধুরীর বেলাইন, অঞ্জন দত্তের চালচিত্র এখন এবং অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের মানিক বাবুর মেঘ ছবিটির সঙ্গে মনোনীত হয়েছে। নেই গত বছরের অন্যতম জনপ্রিয় ও বক্স-সফল ছবি বহরূপী! সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন দেবালয় ভট্টাচার্য (বাদামি হায়নার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র), সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক) এবং প্রতিম ডি গুপ্ত (চালচিত্র)। সেখানেও নেই বহুরূপী ছবির পরিচালক-জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম!
সেরা অভিনেতা হিসেবে সৃজিতের ‘টেক্কা’ থেকে দেব মনোনয়ন পেয়েছেন। এছাড়া তাঁর সঙ্গে আছেন ‘বহুরূপী’ থেকে আবির চট্টোপাধ্যায়, ‘মানিক বাবুর মেঘ’ থেকে চন্দন সেন এবং ‘চালচিত্র’ থেকে টোটা রায়চৌধুরী। রূপটানের বিভাগে পদাতিক ছবিটির সঙ্গে মনোনয়ন পেয়েছে 'বাদামি হায়নার কবলে', 'চালচিত্র', 'বহুরূপী' এবং 'খাদান'।
এরপরেই এদিন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সংস্থা ‘উইন্ডোজ’-এর তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে স্পষ্টভাবে তাঁদের তরফে লেখা হয়েছে যে এবারের ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নিজেদের সরিয়ে নিয়েছিল অনেক আগেই। সেকথা তাঁরা নিজেদের অফিসে আয়োজিত একটি বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যদের সামনে স্পষ্ট করে জানিয়েও দিয়েছিলেন। তাঁরা সম্মতও হয়েছিলেন ‘উইন্ডোজ’-এর সেই প্রস্তাবে। অথচ তবু এই অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকার একাধিক বিভাগে রয়েছে ‘বহুরূপী’! “… আমাদের বিনীত অনুরোধ, যেহেতু আপনারা আমাদের ইচ্ছেকে সম্মান দিয়ে তাতে রাজি হয়েছিলেন তাই আপনাদের এই মনোয়ন তালিকা থেকে আমাদের সংস্থার ছবি সম্পর্কিত সমস্ত মনোয়ন সরিয়ে দিন।”
হঠাৎ কী এমন হল যার জেরে এমন সিদ্ধান্ত নিল উইন্ডোজ সংস্থা? পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। “এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত। একান্ত। অন্য কোনও বিষয়ে এর সঙ্গে জড়িত নেই। দেখুন, যে কোনও অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানের তাতে সন্দেহ নেই। আমরা সমস্ত দর্শকের তবে আমাদের মনে হয় দর্শকের ভালবাসা সবথেকে বড় অ্যাওয়ার্ড। দর্শক যেভাবে আমাদের ছবিকে ভালবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন, আমরা ঋণী। এর বাইরে আমাদের আর কিছু চাওয়ার নেই”- বললেন শিবপ্রসাদ।
ভবিষ্যতে কি নন্দিতা-শিবপ্রসাদের ছবি কোনও অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় দেখা যাবে? সামান্য থেমে খানিক সতর্ক ভঙ্গিতে বহুরূপী র অভিনেতা-নির্মাতার জবাব, “এখনই বলতে পারব না ভবিষ্যতের কথা। আর উইন্ডোজের সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র কোনও ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত নয়। আমাদের সমস্ত কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রীদের মিলিত এই সিদ্ধান্ত।” এরপর প্রশ্ন ছিল, এই পোস্টের পর কি ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে যোগাযোগ করা হয়েছে তাঁদের সঙ্গে? শিবপ্রসাদের উত্তর, “না, না এখনও আমাদের সঙ্গে ওঁদের তরফে কেউ যোগাযোগ করেননি।”
#Shiboprosad Mukherjee# Bohurupi#WBFJA # WBFJA 2025
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
‘আশিকি ৩’ থেকে বাদ তৃপ্তি, পিছোল ছবির শুটিং! অভিনেত্রীর ‘অপরাধ’ কী? ...
দীপিকাকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করে ফের বড়সড় বিতর্কে সঞ্জয় দত্ত! নিন্দায় সরব নেটপাড়া ...
হবু স্ত্রীকে এই কাজ করতে দিতে চান না বলেই বিয়ে হচ্ছে না সলমনের? খুল্লাম খুল্লা সেলিম খান!...
দ্বিতীয় বিয়ের অনুভূতি কেমন? বাংলাদেশের নাগরিকদের কোন স্বভাবকে কটাক্ষ করে প্রকাশ্যে জবাব তাহসানের? ...
‘খাদান’-নায়কের ভক্তদের কুৎসিত কটাক্ষ, পুলিশি অভিযোগ দায়ের করে আর কী বললেন শিবপ্রসাদ-জিনিয়া?...
শাহরুখকে নিয়ে নতুন দাবি অভিজিতের, শোনামাত্রই গায়ককে 'মিথ্যুক' বললেন কোন জনপ্রিয় সুরকার?...
পর্নোগ্রাফিকাণ্ডের পর এবার পাঞ্জাবি ছবিতে রাজ কুন্দ্রা! এবার কোন ধরনের সিনেমা? শুনে চমকে উঠবেন!...
ভয়াবহ অগ্নিকাণ্ড উদিত নারায়ণের আবাসনে! এইমুহূর্তে কী অবস্থা জনপ্রিয় গায়কের?...
জন্মদিনে একরত্তি মেয়ে দেবীর থেকে সেরা উপহার পেলেন বিপাশা! দেড় বছরের মেয়ের কাণ্ড দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী ...
‘বেবি জন’-এর ব্যর্থতায় তীব্র অবসাদে ভুগছেন বরুণ? সরাসরি হদিস রাজপাল যাদবের ...
সলমন, অক্ষয়, আলিয়া-রা কি আদৌ পেশাদার? গোপন খোঁজ দিলেন রাম কাপুর...
অনাবৃত ঊর্ধাঙ্গে দু’হাত তুলে এ কি করছেন অক্ষয়! ‘ভূত বাংলো’ ছবির সেট থেকে পোস্ট পরেশ রাওয়ালের...
গোবিন্দার জন্যই বলিউডে কাজ পাচ্ছে না তাঁর মেয়ে টিনা! বিস্ফোরক অভিনেতার পত্নী...
কোনও নায়িকা নয়, প্রসেনজিৎ-এর নতুন 'অমর সঙ্গী' এবার অন্য কেউ! কার সঙ্গে ডান্স ফ্লোর মাতালেন 'ইন্ডাস্ট্রি...
‘ঢপ দাও কিন্তু এতটাও না!’ শ্রীদেবী-কন্যাকে নিয়ে আমিরের কোন কথায় হাসাহসি শুরু নেটপাড়ায়? ...