মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৫ জানুয়ারী ২০২৫ ২০ : ১৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেরা ফিল্ম বিভাগে সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটি দেবালয় ভট্টাচার্য পরিচালিত বাদামি হায়নার কবলে, শমীক রায়চৌধুরীর বেলাইন, অঞ্জন দত্তের চালচিত্র এখন এবং অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের মানিক বাবুর মেঘ ছবিটির সঙ্গে মনোনীত হয়েছে। নেই গত বছরের অন্যতম জনপ্রিয় ও বক্স-সফল ছবি বহরূপী! সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন দেবালয় ভট্টাচার্য (বাদামি হায়নার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র), সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক) এবং প্রতিম ডি গুপ্ত (চালচিত্র)। সেখানেও নেই বহুরূপী ছবির পরিচালক-জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম!
সেরা অভিনেতা হিসেবে সৃজিতের ‘টেক্কা’ থেকে দেব মনোনয়ন পেয়েছেন। এছাড়া তাঁর সঙ্গে আছেন ‘বহুরূপী’ থেকে আবির চট্টোপাধ্যায়, ‘মানিক বাবুর মেঘ’ থেকে চন্দন সেন এবং ‘চালচিত্র’ থেকে টোটা রায়চৌধুরী। রূপটানের বিভাগে পদাতিক ছবিটির সঙ্গে মনোনয়ন পেয়েছে 'বাদামি হায়নার কবলে', 'চালচিত্র', 'বহুরূপী' এবং 'খাদান'।
এরপরেই এদিন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সংস্থা ‘উইন্ডোজ’-এর তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে স্পষ্টভাবে তাঁদের তরফে লেখা হয়েছে যে এবারের ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নিজেদের সরিয়ে নিয়েছিল অনেক আগেই। সেকথা তাঁরা নিজেদের অফিসে আয়োজিত একটি বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যদের সামনে স্পষ্ট করে জানিয়েও দিয়েছিলেন। তাঁরা সম্মতও হয়েছিলেন ‘উইন্ডোজ’-এর সেই প্রস্তাবে। অথচ তবু এই অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকার একাধিক বিভাগে রয়েছে ‘বহুরূপী’! “… আমাদের বিনীত অনুরোধ, যেহেতু আপনারা আমাদের ইচ্ছেকে সম্মান দিয়ে তাতে রাজি হয়েছিলেন তাই আপনাদের এই মনোয়ন তালিকা থেকে আমাদের সংস্থার ছবি সম্পর্কিত সমস্ত মনোয়ন সরিয়ে দিন।”
হঠাৎ কী এমন হল যার জেরে এমন সিদ্ধান্ত নিল উইন্ডোজ সংস্থা? পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। “এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত। একান্ত। অন্য কোনও বিষয়ে এর সঙ্গে জড়িত নেই। দেখুন, যে কোনও অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানের তাতে সন্দেহ নেই। আমরা সমস্ত দর্শকের তবে আমাদের মনে হয় দর্শকের ভালবাসা সবথেকে বড় অ্যাওয়ার্ড। দর্শক যেভাবে আমাদের ছবিকে ভালবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন, আমরা ঋণী। এর বাইরে আমাদের আর কিছু চাওয়ার নেই”- বললেন শিবপ্রসাদ।
ভবিষ্যতে কি নন্দিতা-শিবপ্রসাদের ছবি কোনও অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় দেখা যাবে? সামান্য থেমে খানিক সতর্ক ভঙ্গিতে বহুরূপী র অভিনেতা-নির্মাতার জবাব, “এখনই বলতে পারব না ভবিষ্যতের কথা। আর উইন্ডোজের সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র কোনও ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত নয়। আমাদের সমস্ত কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রীদের মিলিত এই সিদ্ধান্ত।” এরপর প্রশ্ন ছিল, এই পোস্টের পর কি ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে যোগাযোগ করা হয়েছে তাঁদের সঙ্গে? শিবপ্রসাদের উত্তর, “না, না এখনও আমাদের সঙ্গে ওঁদের তরফে কেউ যোগাযোগ করেননি।”
নানান খবর

নানান খবর

জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?

‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?

পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?

'ইন্ডাস্ট্রিতে সবাই খুনি..!' বিস্ফোরক অভিযোগ তুলে বলিউড ছাড়ছেন কোন অভিনেত্রী?

মেট্রোতে উঠে কী করলেন অঞ্জনা বসু, রোশনি, পথিকৃৎ?
বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?
ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ